আপনি কি গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনিও পাবেন জিএসটি রেট কার্টে (GST Rate Cut). দেশের প্রত্যেকটি সাধারণ মানুষের জন্যই এটা দারুন খবর। আপনারা অনেকেই হয়তো গাড়ি কেনার স্বপ্ন দেখেন। তাই এবার জেনে নিন, গাড়ি কিনলে এক লাখ টাকা ছাড় পাবেন। কেন্দ্র দিচ্ছে এই বিশেষ উপহার। দীপাবলির আগেই এই ঘোষণায় নিঃসন্দেহে মুখে হাসি ফুটল প্রত্যেকটি মানুষের।
GST Rate Cut 2025
অনেকেই পরিকল্পনা করে থাকেন বছরের একটি নির্দিষ্ট সময়ে পছন্দের গ্যাজেট কিনবেন। অথবা সোনার গয়না কিংবা গাড়ি কিনবেন। সারা বছর ধরে অল্প অল্প করে টাকা সঞ্চয় করেন। উৎসব মরশুমে থাকে নানান ধরনের অফার। ঠিক সেই সময় নিজেদের স্বপ্নপূরণ করার পরিকল্পনা করেন তাঁরা। তাই সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে কেন্দ্র (Central Government) দীপাবলির আগেই জিএসটি সংক্রান্ত এই ঘোষণা (GST Rate Cut) করেছে।
আপনারা যারা ভাবছিলেন গাড়ি কিনবেন, এই অফার কোনো মতে মিস করবেন না। বরং চটজলদি নিজের স্বপ্ন পূরণ করে ফেলুন। আর কিছুদিন পরেই দুর্গাপুজো। দুর্গাপুজোর পর দীপাবলি ও ভাইফোঁটা। পরপর উৎসব চলবে ভারতীয় উপমহাদেশে। ভারতবর্ষের অধিকাংশ মানুষ ঠিক এই সময়ে গাড়ি কেনার পরিকল্পনা করেন। চারিদিকে দেখা যায় অফার ও ছাড় চলছে। বছরের শুরু থেকে যদি আপনিও এই পরিকল্পনা করে থাকেন, তাহলে সরকার যে সুবিধা দিচ্ছে সেই সুবিধার সদ্ব্যবহার করুন (GST Rate Cut).
গাড়ি কিনলেই ছাড় পাবেন!
কেন্দ্রের তরফে যে ঘোষণা হয়েছে, আপনি যদি এখনো না জেনে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদন মন দিয়ে পড়ে নিতে হবে। আপনার গাড়ি কেনার স্বপ্নপূরণ হবে! দিপাবলীতে নিজের জন্য অথবা পরিবারকে উপহার দিতে চান চারচাকা? এই স্বপ্ন দেখলে এবার সত্যি করা সম্ভব। দিপাবলীর আগে কেন্দ্রের (Central Government) উপহার হতে পারে জিএসটি সরলীকরণ (GST Rate Cut).
আপনি যা ভাবছেন তা সত্যি করার জন্য, জিএসটির কাঠামোয় যদি বদল আসে (GST Rate Cut) তাহলে ভারতের বিপুল জনসাধারণ দারুন একটি অফার পেতে চলেছেন। খুব শীঘ্রই হয়তো দেশের অটোমোবাইল সেক্টর বিশাল মাইলেজ পেতে পারে। আর তার দৌলতে বাড়তে পারে গাড়ির বিক্রি। সাধারণ মানুষের সুবিধার্থে কেন্দ্র পরিকল্পনা করেছে জিএসটি সরলীকরণের (GST Rate Cut) পরিকল্পনা করছে কেন্দ্র।
আরও পড়ুন: বাড়ি বসে টাকা রোজগার করতে চান? দেখে নিন সেরা ১০ উপায়
কিছুদিন আগে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এই ঘোষণা করেছেন। জিএসটি স্ল্যাবে পরিবর্তন 2025 সূত্রের খবর, কেন্দ্র এবার জিএসটি স্ল্যাব বেশ অনেকটাই কমিয়ে আনতে পারে। পরিবর্তন হিসেবে জিএসটি স্ল্যাব ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হতে পারে (GST Rate Cut). অটোমোবাইল সেক্টর পড়ে ২৮ শতাংশ জিএসটি স্ল্যাবের মধ্যে। তাই যদি সরকার জিএসটি ২৮ শতাংশ স্ল্যাব সরিয়ে দেয়, তাহলে গাড়ির উপরে জিএসটি বসবে ১৮ শতাংশ।
ফলস্বরূপ বাদ যাবে অতিরিক্ত সেস। সাধারণত গাড়ির জিএসটির উপরে ২৯ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত সেস বসানো হয়। গাড়ি কিনতে ব্যাপক ছাড় পাবেন! বর্তমানে অটোমোবাইল সেক্টর জিএসটি থেকে আয় হয় ১৪ থেকে ১৫ বিলিয়ন ডলার। সেক্ষেত্রে দুই চাকার গাড়ি থেকে জিএসটি বাবদ আয় হয় ৫ বিলিয়ন ডলার। তবে কেন্দ্রের তরফে যে নতুন কর কাঠামো আনা হয়েছে, তাতে একদিকে ছোট গাড়িতে জিএসটি আগের ২৮ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ হতে পারে।
আবার বড় গাড়িতে ৪০ শতাংশ জিএসটি বসতে পারে বলে জানা যাচ্ছে।যেখানে কিন্তু কোনও সেস থাকবে না। আবার নিয়মে ছোট গাড়ির দাম কমতে পারে প্রায় ৮ শতাংশ পর্যন্ত। আর বড় গাড়ির দাম কমতে পারে ৩ থেকে ৫ শতাংশ। এবার সত্যি যদি কেন্দ্র জিএসটি কমায়, তবে ব্যাপক লাভ হবে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের। কারণ এদের ৬৮ শতাংশ ছোট গাড়ি। আর লাভবান হবে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাও।