উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই ভারতের বাজারে আসছে Vivo T4 Pro 5G স্মার্টফোন। ভারতবাসীর সমস্ত চাহিদা পূরণ করতে ভিভোর নতুন স্মার্টফোন এক্কেবারে সিদ্ধহস্ত। অসাধারণ কোয়ালিটির এই স্মার্টফোনটিতে যুক্ত করা হয়েছে একগুচ্ছ আধুনিক ফিচার। এতে যেমন ঝকঝকে ক্যামেরা আছে, তেমনি 7.53mm আল্ট্রা স্লিম AMOLED ডিসপ্লে। শুধু তাই নয়, 6500mAh মেগা ব্যাটারি পাওয়ারও পাচ্ছেন। তাই ফোনটি বাজারে আসার আগেই তার সমস্ত ফিচারগুলি এক নজরে দেখে নিন।
Vivo T4 Pro 5G স্মার্টফোনের বৈশিষ্ট্য
একটি নতুন স্মার্টফোন কিনবেন বলে ঠিক করলেন, আর সেই স্মার্টফোনের ফিচার ও বৈশিষ্ট্যগুলি দেখলেন না। এটা করা মোটেই ঠিক নয়। তাই যে কোন স্মার্টফোন কেনার আগে নিজের বাজেট যেমন দেখবেন একইভাবে সেই স্মার্টফোনটি নিয়ে সাধারণ মানুষের রিভিউ স্মার্টফোনটির বৈশিষ্ট্য, প্রয়োজনীয় ফিচারগুলি একবার হলেও চেক করে নিতে হবে। সব দেখে বুঝে যদি আপনার মনে হয়, এই স্মার্টফোনটি আপনার জন্য সঠিক হবে তখন অনলাইন কিংবা অফলাইনে স্মার্টফোনটি ক্রয় করে নিতে পারবেন। তাহলে আসুন আজ Vivo T4 Pro 5G ভিভোর এই নতুন স্মার্টফোন সম্পর্কে জেনে নেওয়া যাক।
বিগত কয়েক বছর ধরে ভারতের বাজারে দারুণ ব্যবসা করছে ভিভো (Vivo Smartphone). এই কোম্পানিটির দুর্দান্ত ক্যামেরাযুক্ত ফোনগুলি নাইটমোডেও দারুণভাবে চলে। দিনের আলোতে দেয় ঝকঝকে ছবি। আর তার সাথে ব্যাটারি পাওয়ার, ভালো প্রসেসর, ও অন্যান্য বৈশিষ্ট্য তো রয়েছেই। কিছুদিন আগেই লঞ্চ হয়েছে ভিভোর নতুন স্মার্টফোন Vivo V60. প্রচুর মানুষ ফোনটি কিনেছেন, বাজেটের মধ্যে শ্রেষ্ঠ ফোনগুলির তালিকায় এখন এই ফোনটা রয়েছে।
তবে আগামী দিনে আরো একটি ফোন আনতে চলেছে এই কোম্পানি। আর সেটি হল Vivo T4 Pro 5G স্মার্টফোন। লঞ্চ হবার আগেই এই ফোনের সমস্ত বৈশিষ্ট্যগুলি এক নজরে দেখে নিন। Vivo T4 Pro 5G স্মার্টফোনে থাকছে একাধিক আধুনিক ফিচার! ভারতীয় স্মার্টফোনের বাজারে আরেকটি নতুন স্মার্টফোন আনতে চলেছে ভিভো। এই স্মার্টফোন মডেলটির নাম হল Vivo T4 Pro 5G. ভিভো টি৪ প্রো ৫জি ফোনটি খুব শীঘ্রই আসতে চলেছে ভারতের বাজারে।
ইতিমধ্যে কোম্পানি আপকামিং ফোনটির ডিজাইন প্রকাশ করে দিয়েছে। ভিভো টি৪ প্রো ৫জি ফোনের স্লিম ডিসপ্লে, ক্যামেরা আ ব্যাটারি ফিচার সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়েছে। আসুন তবে জেনে নেওয়া যাক Vivo T4 Pro 5G স্মার্টফোনটি কেমন হবে এবং কবে লঞ্চ হবে।
আরও পড়ুন: আপনার ফোনেও কি আড়ি পাতছে গুগল? বোঝার উপায় কী? কিভাবে বন্ধ করবেন এই সেটিংস, জেনে নিন এক্ষুনি
Vivo T4 Pro 5G স্মার্টফোনটি কবে লঞ্চ হবে?
এখনো পর্যন্ত যে খবর সামনে এসেছে সেখান থেকে জানা যাচ্ছে, Vivo T4 Pro 5G স্মার্টফোন ভারতে আসছে চলতি আগস্ট মাসেই। ফোনটি মার্কেটে আসতে পারে আগামী ২৬ আগস্ট দুপুর ১২ টা নাগাদ। আর তারপর থেকেই জনসাধারণ ফোনটি কিনতে পারবেন। ভিভো কোম্পানির ফোনটিতে একজন ব্যবহারকারীর প্রয়োজন মতো প্রত্যেকটি ফিচার সাজিয়ে দেওয়া হয়েছে। ক্যামেরা থেকে ব্যাটারি থেকে অন্যান্য ফিচার সবটাই রাখা হয়েছে একেবারে ভারতবাসীদের মনের মত করে।
Vivo T4 Pro 5G ফোনটির ফিচার
ইতিমধ্যে vivo কোম্পানির তরফে প্রকাশ করা প্রমোশনাল পোস্টার থেকে জানা গেছে, ভিভোর আপকামিং ফোনটি পাওয়া যাবে ব্লু এবং গোল্ড কালার অপশনে। আগেই বলা হয়েছে ফোনটিতে যুক্ত করা হচ্ছে একাধিক আধুনিক ফিচার। যেমন Vivo T4 Pro 5G ফোনে থাকছে 7.53mm আল্ট্রা স্লিম কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে। ফোনটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা দেয়। 3x জুম সাপোর্ট সহ 50MP Sony IMX882 টেলি ফটো ক্যামেরা আপনাকে দারুন ফটোগ্রাফির অভিজ্ঞতা দেবে।
এছাড়া, আপকামিং স্মার্টফোনটি আসবে পিল শেপ ক্যামেরা মডিউল।ফোনটিতে থাকছে Snapdragon 7 Gen 4 চিপসেট আর তার সাথে থাকছে 6500mAh মেগা ব্যাটারি পাওয়ার। কোম্পানির প্রমোশনাল ছবি থেকে এটি নিশ্চিত করে বলা যায়, ফোনটিতে থাকছে AI ফিচার। এছাড়াও আরো বেশ কিছু আধুনিক ফিচার থাকছে সে আলাদা করে বলার নয়। যা কোম্পানির তরফে ক্রমশ প্রকাশ্য।
ফোনটির দাম কত হবে?
সম্প্রতি কোম্পানি একটি প্রেস রিলিজ করেছে। আর সেখানে ভারতে Vivo T4 Pro 5G ফোনটির লঞ্চিংকে নিশ্চিত করা হয়েছে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, আপকামিং Vivo T4 Pro 5G ফোনটির দাম থাকছে আপনার বাজেটের মধ্যে। এই ফোনটির দাম রাখা হতে পারে 25,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে।
ফোনটি কোথায় কিনতে পারবেন?
ভিভো কোম্পানির নতুন স্মার্টফোনটি আপনি কিনতে পারবেন অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই। অনলাইনে ফ্লিপকার্ট সাইট থেকে এই ফোনটি ক্রয় করা যাবে। তাছাড়া আপনি বিভিন্ন স্টোর থেকে ফোনটি কিনতে পারবেন।