শুরু হয়েছে দুর্গাপুজোর কাউন্টডাউন। আর ঠিক পুজোর আগেই রমরমিয়ে চলে সেরা কিছু ব্যবসা (Business Ideas). পুজোর আগে ও পুজোর সময় বেশ কিছু ব্যবসা শুরু করলে সেখান থেকে প্রচুর টাকা ইনকাম করা যায়। কারণ এই বিশেষ ব্যবসাগুলি (Business Ideas) থেকে এই সময় লাভ পাওয়া যায়। আসুন এই প্রতিবেদনে আলোচনা করা যাক পুজোর আগে শুরু করা যায় এমন নির্দিষ্ট কিছু ব্যবসা (Business Ideas) সম্পর্কে।
Top 3 Business Ideas Before Puja
দুর্গাপুজোর (DurgaPuja 2025) আগে প্রত্যেকটি মানুষেরই খরচ তুলনামূলকভাবে বেড়ে যায়। তাই সকলেই চান অতিরিক্ত কিছু ইনকাম যদি করা সম্ভব হয়। তাছাড়া চাকরির বাজারে যে প্রতিযোগিতা বেড়েছে, তাতে বেশিরভাগ মানুষ চাইছেন বর্তমানে ব্যবসা (Business Ideas) শুরু করতে। তবে মুখে বললেই তো আর ব্যবসা শুরু করা যায় না, একটা ব্যবসা শুরু করার জন্য দরকার সঠিক পরিকল্পনা, মূলধন ও পরিশ্রম। তাই পুজোর আগে ব্যবসা (Business Ideas) শুরু করতে হলে তার জন্য এখন থেকেই ভাবনাচিন্তা শুরু করতে হবে। আর দেরি না করে তাই পরিকল্পনা শুরু করুন (Best Business Ideas Before Puja).
পুজোর আগে সেরা তিনটি ব্যবসা কোনগুলি?
১) খাবারের দোকান
পুজোর আগে যদি ব্যবসা (Business Ideas) শুরু করতে চান আর যদি আপনার পরিকল্পনা থাকে পুজোয় ব্যবসা করে মোটা টাকা আয় করবেন, তাহলে আপনার জন্য বেস্ট হতে পারে খাবারের দোকানের ব্যবসা। বুঝতেই পারছেন, পুজোর সময় মানুষ পেটপুজো করতে চান। আর আপনার বানানো খাবার যদি মানুষের ভালো লাগে, তবে অনেক সংখ্যক ক্রেতা আসবে আপনার দোকানে। খুব স্বাভাবিক ভাবেই রমরমিয়ে চলবে আপনার ব্যবসা।
এর জন্য আপনি ক্ষণস্থায়ী খাবার স্ট্যান্ড স্থাপন করতে পারেন। আবার কোন দোকান ভাড়াও নিতে পারেন। যার দ্বারা ভালো অর্থ উপার্জন করা সম্ভব। পুজোর সময় মুখেরচক খাদ্যের দোকান দারুন চলে। আর চলে ফাস্টফুডের দোকান। তাই খুলে নিতে পারেন ফাস্ট ফুড অথবা কোনো মুখরোচক খাবারের দোকান। দুর্গাপুজোর সময় (DurgaPuja 2025) প্রত্যেকটি মানুষ রাস্তায় বের হন। তাই যে কোনও খাবারের দোকান থেকে ভালো টাকা লাভ হতে পারে। সুস্বাদু ভারতীয় খাবার যদি বিক্রি করতে পারেন তাহলে প্রতিদিন ৫ হাজার থেকে ১০ হাজার টাকা ইনকাম সম্ভব। তবে এইতো নয় হল উৎসবের মরশুমে, ফাস্টফুডের দোকানে সারা বছর কাস্টমার থাকে। তাই সারা বছরভর আয় নিয়ে কোন চিন্তা ভাবনা থাকবে না।
আরও পড়ুন: ফ্রিতে সোনা পাবেন Jio গ্রাহকরা! কী কী শর্ত রয়েছে? সোনা পেতে কী করতে হবে?
২) মিষ্টির দোকান
ফাস্টফুডের দোকানের মতোই পুজোর সময় ব্যবসা (Business Ideas) শুরু করার আরো একটি দুর্দান্ত উপায় হল মিষ্টির দোকান। এই ব্যবসা (Business Ideas) শুরু করলে অল্প দিনের মতো আপনি মালামাল হয়ে উঠবেন। হয়তো আপনার এলাকায় অনেকগুলি মিষ্টির দোকান রয়েছে। আর আপনি ভাবছেন তাদের সঙ্গে কিভাবে প্রতিযোগিতায় পেরে উঠবেন। কিন্তু বিশ্বাস করুন, কোন চিন্তা নেই। আপনি যদি ভাল মিষ্টি দিতে পারেন তাহলে অনায়াসেই আপনার এই ব্যবসা এগিয়ে চলবে।
পুজোর সময় আপনি দোকান ভাড়াও নিতে পারেন আবার অস্থায়ী মিষ্টির দোকানও খোলা যেতে পারে। পুজোর সময় মিষ্টির চাহিদা থাকে তুঙ্গে। শুধু তাই নয়, সারা বছর ধরেই মিষ্টির চাহিদা থাকে। কালীপুজো, ভাইফোঁটায় প্রচুর মিষ্টি বিক্রি হয়। আপনি বিভিন্ন ধরণের মিষ্টি বিক্রি করতে পারেন। জেনে রাখুন, মিষ্টির ব্যাপক চাহিদা থাকায় আপনার লস হবে না, বরং ভালো টাকা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটা বিষয়ে নিশ্চিত হতে হবে, আপনার মিষ্টি যেন সুস্বাদু হয়। এই ব্যবসায় আপনি প্রত্যেকদিন ১০০০ থেকে ৮ হাজার টাকা ইনকাম করতে পারবেন।
৩) সাজসরঞ্জামের ব্যবসা
পুজোর সময় সাজানোর জন্য ফুলের মালা, ফুল, কাগজের ফুল, আলপনার স্টিকার প্রচুর বিক্রি হয়। তাই এই সমস্ত ব্যবসা আপনিও শুরু করতে পারেন।অনেকেই ঘর সাজানোর জন্য এগুলি কিনে থাকেন। আবার অনেকে পুজো প্যান্ডেল সাজানোর জন্য। অর্ডার নিয়েও এই ধরনের ব্যবসা হয়। আপনি বাড়িতে বসেও এই ব্যবসা (Business Ideas) করতে পারবেন আবার দোকান ভাড়া নিয়েও ব্যবসা শুরু করা যায়।আজকালকার দিনের প্রচুর মানুষ এই ব্যবসায় নাম লিখিয়েছেন। যদি আপনি আগ্রহী হন তাহলে নির্দিষ্ট পরিকল্পনা এখন থেকেই শুরু করুন।
এছাড়াও আরো বেশ কিছু ব্যবসা রয়েছে যা পুজোর মরশুমে শুরু করা যায়। উদাহরণস্বরূপ বলা যায় কসমেটিক্সের ব্যবসা, শাড়ির ব্যবসা, জামা কাপড়ের ব্যবসা, ঘর সাজানোর জিনিসের ব্যবসা। দীপাবলীর আগে প্রদীপের ব্যবসা থেকেও প্রচুর লাভ আসে। উল্লেখিত ব্যবসাগুলি যদি ঠিকভাবে করতে পারেন, তাহলে মাসে আপনার আয় ৩০,০০০ টাকায় পৌঁছে যাবেই (Best Business Ideas Before Puja).
উপসংহার
পরিশেষে বলা যায়, এই ব্যবসাগুলি (Business Ideas) আপনাকে পুজোর আগে মোটা অংকের টাকা ইনকাম করতে সহায়তা করবে। শুধু তাই নয় পুজোর পরেও এই সকল ব্যবসা সারা বছর ভালো আয়ের ব্যবসার তালিকায় থাকে। তাই আপনি অনায়াসেই শুরু করতে পারেন নিজের বিজনেস। আর স্বাধীনভাবে টাকা রোজগার করতে পারেন।